টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দৃষ্টিনন্দন মেহরাবের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার ( ৫ অক্টোবর) সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এই নির্মান কাজের উদ্বোধন করেন। জেলা প্রশাসক এ সময় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠের চতুর্দিকে দৃষ্টিনন্দন বৃক্ষরোপণ কার্যক্রমেরও উদ্বোধন করেন ।
টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দৃষ্টিনন্দন মেহরাবের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার ( ৫ অক্টোবর) সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এই নির্মান কাজের উদ্বোধন করেন। জেলা প্রশাসক এ সময় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠের চতুর্দিকে দৃষ্টিনন্দন বৃক্ষরোপণ কার্যক্রমেরও উদ্বোধন করেন ।
এ সময় পৌরসভার প্রশাসক শিহাব রায়হানসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইলের জেলা প্রশাসকের উদ্যোগে ও টাঙ্গাইল পৌরসভা কর্তৃক বাস্তবায়িত একটি প্যাকেজে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, শহীদ স্মৃতি পৌর উদ্যান ও রানী দীনমনি শ্মশানের ৩ কোটি ৫৫ লক্ষ টাকার সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।
সাগরদিঘীনিউজ/কেএইচ